আইন-আদালত

সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৩ , ৪:৩৩:৩৯ প্রিন্ট সংস্করণ

Cyber Security act

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। নতুন এই আইনের কিছু ধারায় বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এই আইনের নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বিকেল সাড়ে ৪টায় এ বিষয়ে ব্রিফিং শুরু হবে।

এর আগে গত ৭ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ করার সিদ্ধান্ত হয় বৈঠকে।

নতুন আইনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানিয়েছিল, ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা বাতিল হচ্ছে। অর্থাৎ, নতুন আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক কিছুই থাকবে।

Powered by