প্রতিনিধি ৩ জুন ২০২৪ , ৩:৩৩:৩৫ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বোয়ালখালী থানার এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন।
রবিবার (২ জুন) চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম বোয়ালখালী থানার এএসআই (নিরস্ত্র) সাইফুল ইসলামের হাতে ক্রেস্টসহ অন্যান্য পুরস্কার তুলে দেন।
প্রসঙ্গত, বোয়ালখালী থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম অত্যন্ত সুকৌশলে অসংখ্য ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেফতার করায় গত মাসে ওয়ারেন্ট, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামি গ্রেফতারে চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছে। ২০২৩ সালের ২৬ মার্চ বোয়ালখালী থানায় যোগদান করেন এএসআই সাইফুল। তিনি এ নিয়ে তিনবার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন।
বোয়ালখালী থানার পুরস্কার প্রাপ্ত এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম বলেন, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনায় এ সফলতা অর্জন করেছি। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম মহোদয়ের হাত থেকে এ ধরণের পুরস্কারে কর্মের ওপর আগ্রহ অনেকগুণ বেড়ে যায়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, বোয়ালখালী থানার এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম একজন দক্ষ ও অত্যন্ত পরিশ্রমী অফিসার। আগামীতে সে আরও ভালো করবে। আমি তার সফলতা কামনা করছি।