বাংলাদেশ

অধিকার আদায় না করে ঘরে ফিরে যাব না: ফখরুল

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২২ , ৭:৩৮:১১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের অধিকার আদায় না করে ঘরে ফিরে যাব না।

বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, সংসদ বিলুপ্ত করুন। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করুন।

সোমবার বিকালে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান জাতি হিসেবে স্বপ্ন দেখিয়েছিলেন। গ্রামে গ্রামে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে যারা ৪ নভেম্বর বন্দি করেছিল, তারাই ১৯৮১ সালে তাকে হত্যা করেছে।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ বলেন, ৭ নভেম্বরের সঙ্গে মুক্তিযুদ্ধের মিল রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এ সরকারের পতন ঘটিয়ে আরেকটি ৭ নভেম্বর কায়েম করতে হবে।

তিনি বলেন, আমাদের কোনো চেতনা নেই। আমাদের চেতনা হলো দেশপ্রেম, আমাদের চেতনা হলো জিয়াউর রহমানের আদর্শ।

আরও খবর

Sponsered content

Powered by