চট্টগ্রাম

চট্টগ্রামে ককটেল ফাঁটানোর দায়ে গ্রেপ্তার ১

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ৫:৩৯:২৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ককটেল ফাঁটানোর দায়ে গ্রেপ্তার ১

বিএনপি’র চলমান অবরোধের দ্বিতীয় দিন ককটেল বিষ্ফোরণের দায়ে চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে কদমতলী এলাকার আট মার্চিং মোড়ে পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর ১২টার দিকে কদমতলী এলাকায় ২০-২৫ মিলে নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করেন। এসময় আট মার্চিং মোড়ে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় ও গাড়ীর কাঁচ ভাংচুর করে। টহল পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তৌহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করে। পরে ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে ১টি অবিস্ফোরিত ককটেল ও ২টি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধারপূর্বক করে।

কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, নাশকতার উদ্দেশ্য বিএনপির ২৫-৩০ জন নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করে। ব্যর্থ হয়ে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিলে সবাই পালিয়ে যায়। একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

আরও খবর

Sponsered content

Powered by