চট্টগ্রাম

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীরে কাভার্ড ভ্যানের ধাক্কা, আহত ৭

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২১ , ৩:৩৫:০৩ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সীমানা প্রাচীরে নিয়ন্ত্রণহীন একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানের ধাক্কা লেগে দেয়াল ধসের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের কোতোয়ালী থানার বিপরীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন  কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন।

তিনি বলেন, কার্ভাড ভ্যানটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীরে ধাক্কা দেয়। সংবাদ শুনে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় পথচারী ও হকারসহ সাতজনকে উদ্ধার করে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের নাম জানাতে পারেননি তিনি।

ওসি আরও বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। এছাড়া গাড়িটিও জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণহীন একটি কাভার্ডভ্যান হঠাৎ করেই ফুটপাতের ওপর উঠে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীরে আঘাত করে। এতে প্রাচীরের অনেকটাই ধসে পড়ে সেখানে বসা হকার ও পথচারীদের বেশ কয়েকজন আহত হয়।

আরও খবর

Sponsered content

Powered by