প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৪ , ৬:৫৪:৪২ প্রিন্ট সংস্করণ
কোটা সংস্কার আন্দোলনের সময় চট্টগ্রাম নগরীতে দায়ের করা ২৩টি মামলার মধ্যে ১৫টির চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। এই প্রতিবেদনগুলোতে ৬০৭ জন আসামিকে অব্যাহতি দেওয়া হয়।
মামলাগুলোতে বেশিরভাগই শিক্ষার্থী ও বিএনপি, জামায়াতের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। পুলিশের উপর হামলা, বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতা আইনের অধীনে দায়ের করা হয়েছিল। মামলার আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নন উল্লেখ করে গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই চূড়ান্ত প্রতিবেদনগুলি জমা দেওয়া হয়। আদালত যদি এই প্রতিবেদনগুলো গ্রহণ করে, তাহলে মামলাগুলো বাতিল হয়ে যাবে।
গত ১৭ ও ১৮ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের সময় নগরীর মুরাদপুর, বহদ্দারহাটে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থীসহ ৮ জন নিহত হন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৩টি মামলা দায়ের করে এবং ৮০০ জনেরও বেশি শিক্ষার্থী, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহন করলে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জামিনে মুক্তি পান।
পুলিশের দেওয়া তথ্য মতে, চূড়ান্ত প্রতিবেদন দেওয়া ১৫টি মামলার মধ্যে কোতোয়ালিতে পাঁচ, পাঁচলাইশ থানায় চার, বাকলিয়া, আকবর শাহ, চান্দগাঁও এবং খুলশী থানার দুটি করে মামলা রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) আবদুল মান্নান মিয়া জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় দায়ের করা ২১টি মামলার চূড়ান্ত প্রতিবেদন ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ১৫ টি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আদালতে এবং বাকিগুলো পর্যায়ক্রমে জমা দেওয়া হবে।