খুলনা

পাইকগাছা পৌরসভার জিরোপয়েন্টে জনভোগান্তি

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৩ , ৭:২৩:৪৭ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা পৌরসভার জিরোপয়েন্টে জনভোগান্তি

খুলনার পাইকগাছা পৌরসভার জিরোপয়েন্টস্থ বাস স্টোপেজের সামনে রাস্তায় পানি জমাট বাঁধার কারণে চরম  জনভোগান্তি দেখা দিয়েছে। পাইকগাছা পোরসভার জিরোপয়েন্টস্থ বাস স্টোপেজের সামনের রাস্তা খানাখন্দের সৃষ্টি হওয়ায় জন সাধারণ চরম ভোগান্তিতে পড়েছে।

নিদিষ্ট বাস স্টান্ড না থাকায় রাস্তার উপর যত্রতত্র বাস,ট্রাক,পিক আপ রাখা হয়। সে এক ভোগান্তি। খুলনা-পাইকগাছা- কয়রা যাতায়াতের একমাত্র প্রধান সড়ক এটি। ২ শতাধিক মিনিবাসসহ  এ সড়কে ট্রাক,পিক-আপ,মাইক্রোসহ অসংখ্য যানবাহ এ সড়কে নিয়মিত চলাচল করে। কোন কোন সময় ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে।এর পর রাস্তার মাঝখানে বড় বড় গর্ত হয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে।একটু বৃষ্টি হলেই হাটু পানি। স্বাভাবিক চলাচল খুবই দুর্বিসহ।

যানবাহনের চাকার ছিচকি পানিতে মানুষে পোশাক পরিচ্ছদ নোংরা হয়ে যায়। আর দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। সড়ক ও জনপথ বিভাগের  সড়কটি হওয়ায় পৌরসভা বা উপজেলা প্রশাসনের এখানে করার কিছু নেই বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

এব্যাপারে স্থানীয় বাস মালিক সমিতির শেখ হারুনার রশিদ হিরু বলেন,রাস্তাটির সংস্কারের কাজ দীর্ঘদিন শুরু হয়ে থেমে আছে।বার বার ঠিকাদারের লোকদের বলেই যাচ্ছি তারা সেদিকে আদৌ কোন গুরুত্ব দেচ্ছেনা। আমরা মাঝে মধ্যে ইট খোয়া দিয়ে গর্ত ভরাট করলেও তাতে পরিবেশ আরও নষ্ট হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by