চট্টগ্রাম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৪ , ৫:৪৮:০৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

দাবি আদায়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মকর্তা কর্মচারীরা এবার আন্দোলনে নেমেছেন। সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে বোর্ড চেয়ারম্যানের কক্ষ ঘেরাও করে আন্দোলন শুরু করেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা-কর্মচারী। এ সময় বোর্ড চেয়ারম্যানকে পদোন্নতির কার্যক্রমে গতি আনতে তাগাদা দেন বঞ্চিতরা। শেষে দাবি আদায় না হওয়ায় আন্দোলনে নামেন তারা।

বিষয়টি নিশ্চিত করে বোর্ড সচিব অধ্যাপক আমিরুল মোস্তফা বলেন, ‘এটা সত্য যে দীর্ঘদিন ধরে পদোন্নতি বন্ধ ছিল বোর্ডে। তারাও বিভিন্ন সময়ে দাবিদাওয়া দিয়ে আসছে। কিন পদোন্নতি না পাওয়ায় তারা একটু ঝামেলা পাকাচ্ছে। এখন সিচুযেশন এমন যে সবাই চাপ দিয়ে পদোন্নতি নিয়ে নিবে। আমরা এটা নিয়ে এখন মিটিং করছি।’

এ বিষয়ে জানতে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম চৌধুরীকে ফোন করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তবে বিষয়টির সুরাহা করতে বেলা ১২টার দিকে পদোন্নতি বঞ্চিতদের সঙ্গে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম চৌধুরী মিটিংয়ে বসেছেন বলে জানা গেছে।