চট্টগ্রাম

চন্দনাইশে খালের পাড় থেকে মাটি কাটার দায়ে তিন লাখ টাকা জরিমানা 

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:১৯:৫০ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে খালের পাড় থেকে মাটি কাটার দায়ে তিন লাখ টাকা জরিমানা 

চট্টগ্রামের চন্দনাইশে বরুমতি খালের পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ওমর ফারুক  নামে এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বিকালে চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি জানান, উপজেলার গাছবাড়ীয়া এলাকায় বরুমতি খালের পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ পেয়ে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ওমর ফারুক নামে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content