চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২১৮ বস্তা ভারতীয় চিনিসহ চারজন আটক করেছে পুলিশ

  প্রতিনিধি ১৬ জুন ২০২৩ , ৭:৪১:৩২ প্রিন্ট সংস্করণ

 

খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে ১০ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ জুন) দুপুরে কসবা উপজেলার কুটি কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন।

আটক ব্যক্তিরা হলেন- মো. মাসুম পারভেজ (৩২), টিপু সরকার (৩০), মামুন মিয়া (২৫) এবং সোহাগ সরদার (২৫)।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন ভোরের দর্পণকে জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা চিনি পাচার হচ্ছে- এমন খবরে কুটি কাঠেরপুল এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি কাভার্ড ও দুইটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২১৮ বস্তাভর্তি ১০ হাজার ৭৫০ কেজি জব্দ করা হয়। এসব চিনি ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে আনা এ হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by