রংপুর

উলিপুর থানায় অর্ধ-বার্ষিক পরিদর্শন

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৩ , ৫:৫৩:৫৮ প্রিন্ট সংস্করণ

উলিপুর থানায় অর্ধ-বার্ষিক পরিদর্শন

কুড়িগ্রামের উলিপুর থানার সার্বিক কার্যক্রম সরেজমিনে দ্বিতীয় অর্ধ-বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে উলিপুর থানা পরিদর্শন উপলক্ষ্যে উপস্থিত হলে অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলামকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা। এসময় উলিপুর থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে একটি সু-সজ্জিত দল সালামি প্রদান করেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার প্যারেড পরিদর্শন করেন।

পরে ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সেরেস্তা, সার্ভিস ডেলিভারি সেন্টার সরেজমিনে পরিদর্শন পূর্বক থানায় কর্মরত,অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং পেন্ডিং মামলা দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, থানা কম্পাউন্ডার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিয়মিত শরীর চর্চা, প্যারেড করা, নির্বাচনকালীন সময়ে সঠিকভাবে ডিউটি পালন করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, উলিপুর সার্কেল অফিসের ইন্সপেক্টর মো. নাজমুল আলম, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম, এসআই আতিকুজ্জামান আতিক, আনিসুর রহমান, আজহারুল ইসলাম, রবিউল ইসলাম, মশিউর রহমান, গোলক চন্দ্র ববর্ম্মণ, আজিজুল হাকিম, মিজানুর রহমান মিজান সহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। 

আরও খবর

Sponsered content

Powered by