চট্টগ্রাম

চন্দনাইশে দুই হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৫০:৩৫ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে দুই হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

চট্টগ্রামের চন্দনাইশে দুই হাজার ইয়াবাসহ একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-০৫৭০) জব্দ করেছে থানা পুলিশ।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়। এসময় পাচারকারী মোঃ তুহিন আলী (৩৪)কে আটক করা হয়।

আটককৃত তুহিন আলী রাজশাহী জেলার চারঘাট থানার চারঘাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে চন্দনাইশ থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় প্রাইভেটকারে করে সুকৌশলে ইয়াবা পাচারকালে দুই হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। মাদক কারবারীরা পাচারে নতুন নতুন কৌশল অবলম্বন করলেও আমাদের চোখ ফাঁকি দেয়া কঠিন বলে যোগ করেন তিনি।

আরও খবর

Sponsered content