রংপুর

রুহিয়ায় যৌতুকবিহীন ২৪ জোড়া বিয়ে সম্পন্ন

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২২ , ৭:১১:৪৭ প্রিন্ট সংস্করণ

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

রুহিয়া ক্যাথলিক চার্চে খ্রিষ্টান সম্প্রদায়ের ২৪ জোড়া যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। খ্রিষ্টানদের মতে, আজকে তাদের সাকামেন্ট সম্পন্ন হল। প্রতি বছর বড়দিনের একদিন পর সামাজিক আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার গণবিয়ের আয়োজন করা হয়। এলাকাবাসী জানান, সকাল থেকে মানুষ ওই মাঠে জড়ো হতে থাকেন যৌতুকবিহীন বিয়ে দেখার জন্য। পরে ২৪ জোড়া তরুণ-তরুণীকে বর-কনে সাজিয়ে আনা হয়। এসময় তাদের দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এ বছরও ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন গ্রাম হতে ছেলে-মেয়েরা তাদের অভিভাবকদের নিয়ে এখানে সমবেত হন এবং আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ কাজ সম্পাদন করা হয়। রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মপালক ফাদার অ্যান্তনি সেন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করান। রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মজাজক ফাদার অ্যান্তনি সেন জানান, খ্রিষ্টানদের বিয়েতে যৌতুক প্রথা নেই। ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় চাকরি ও কর্মস্থলে থাকলেও বড়দিনে সবাই একত্রিত হয় এবং ২৬ ডিসেম্বর গায়ে হলুদসহ আনুষ্ঠানিকতা চলে পরদিন মঙ্গলবার আয়োজন করা হয় গণবিয়ে। তিনি আরও বলেন, কন্যা পাত্রস্থ করতে গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের কোনো অভিভাবককে যৌতুকের দায় বহন করতে হয় না।

আরও খবর

Sponsered content

Powered by