প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৫৯:২৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার দোহাজারী পৌরসভা কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান পালিত হয়। রজতজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসুচীর মধ্যে ছিল আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুগান্তরের চন্দনাইশ উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুল। প্রধান অতিথি ছিলেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
সাংবাদিক নুরুল আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দোহাজারী প্রেস ক্লাব সভাপতি নাছির উদ্দিন বাবলু, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি মোহাম্মদ কমরুদ্দীন, দোহাজারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম সাধারণ সম্পাদক খালেদ রায়হান, উপজেলা এলডিপি নেতা জসীম উদ্দীন হায়দার, দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দীন, উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, সাংবাদিক এমএ হামিদ, এসএম ওমর ফারুক, হাজী শহিদুল ইসলাম, শিক্ষক সুশীল ভট্ট্যাচার্য, দোহাজারী পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দিন, শ্রমিক নেতা রফিক উদ্দিন প্রমুখ।