চট্টগ্রাম

চন্দনাইশে ভোক্তা অধিকার আইনে ১০ ব্যবসায়ীকে ৬২ হাজার টাকা জরিমানা 

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৫ , ৬:৩৩:০৪ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে ভোক্তা অধিকার আইনে ১০ ব্যবসায়ীকে ৬২ হাজার টাকা জরিমানা 

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছেন উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত  উপজেলার দোহাজারী পৌরসভা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি সহ নানা অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় আব্দুর রশিদ, পারভেজ, ইকবাল হোসেন, ওয়াহিদ, রাসেল ও পারভেজ নামক ৬ ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত চন্দনাইশ পৌরসভা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একই অভিযোগে ফখর উদ্দিন, শাহ্ আলম, মানিক ও মো. হোসেন নামক ৪ ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, “রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে, ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয়, মানসম্মত পণ্য যাতে বিক্রি করে, কোনো ভেজাল মিশ্রিত না করে, মূল্য তালিকা যাতে দোকানের সামনে টানিয়ে রাখে এবং ভোক্তারা কোনোভাবেই যাতে প্রতারিত না হয় সে জন্য এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, সহকারী পুলিশ উপপরিদর্শক (এএসআই) অনজয় কুমার দে এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

আরও খবর

Sponsered content