দেশজুড়ে

চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় আমরা বদ্ধ পরিকর

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৪ , ৪:৪১:২৬ প্রিন্ট সংস্করণ

চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় আমরা বদ্ধ পরিকর

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে নাটোরের সিংড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন।

মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, চায়না দুয়ারী জাল নির্মূল করে চলনবিলের ঐতিহ্য ফিরিয়ে আনবো। চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় আমরা বদ্ধ পরিকর। প্রতি বছর এ উপজেলা থেকে প্রায় ২১ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন করা হয় এর মধ্যে শুধু উন্মুক্ত জলাশয় থেকে বর্ষাকালসহ বছরে মাছ আহরণ করা হয় প্রায় সাড়ে ৮ হাজার মেট্রিক টন।

তিনি আরও বলেন, চলতি অর্থ বছরের শুরুতেই স্থানীয় বাজার গুলোতে ৮টি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে ১৫ হাজার মিটার চায়না দুয়ারী ও প্রায় দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পোড়ানো হয়েছে। গত অর্থবছরে ৫টি নিয়মিত মামলা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া স্থানীয় মাছের বাজারগুলোতে প্রতিনিয়ত মনিটরিং করছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

আরও খবর

পাঁচবিবিতে বিনামূল্যে সার-বীজ বিতরণ পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২৩শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক ওষুধ বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ এ্যাড. সামছুল আলম দুদু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা, প্যানেল মেয়র নূর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি আ. বকর সিদ্দিক মন্ডল, পৌর আ.লীগ সভাপতি এস কে আব্দুল হক ও প্রেসক্লাবের সভাপতি আ. হালিম সাবু।

কুপিয়ে হত্যার পর বাড়ির সামনে ফেলে গেল লাশ

কুপিয়ে হত্যার পর বাড়ির সামনে ফেলে গেল লাশ

বড়াইগ্রামে এমপি সিদ্দিকুরের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপন কর্মসূচি

অপরুপ প্রকৃতির লীলাভূমি মনপুরা সি-বিচ পর্যটকদের আগমনে মুখরিত

অপরুপ প্রকৃতির লীলাভূমি মনপুরা সি-বিচ পর্যটকদের আগমনে মুখরিত

আশুলিয়ায় মসজিদ ও মাদ্রাসার নলকূপ উদ্বোধন

কাশিয়ানীতে এক শিক্ষার্থীকে আঘাত করে অচেতন করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

Sponsered content