চট্টগ্রাম

চাঁদপুরে করোনা রোগীদের জন্য ৩ আইসিইউ বেড বরাদ্দ

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২১ , ৫:৩৯:৪৬ প্রিন্ট সংস্করণ

মাহফুজুর রহমান, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে করোনা আক্রান্ত রোগীদের জন্য তিনটি আইসিইউ বেড বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।  চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, এছাড়াও ১০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর, ৫টি ন্যাজাল কেনোলা ও ৫০০ টি পিপিই বরাদ্দ করা হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘আইসিইউ বেডগুলো কোথায় বসবে এখনও সে স্থান নির্ধারণ করা হয়নি। তবে যেহেতু বেড আসবে তাই খুব দ্রুতই এর সেবা রোগীরা পাবেন।’
উল্লেখ্য, চাঁদপুরে গত কয়েকদিনে বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৩২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০৩ জনের। সুস্থ হয়েছেন দুই হাজার ৯৭৬ জন। চিকিৎসাধীন রয়েছেন ৫৫৩ জন।

আরও খবর

Sponsered content

Powered by