দেশজুড়ে

চাচাতো ভাইয়ের সঙ্গে ‘স্ত্রীর পরকীয়ায়’ বেকায়দায় আলতাফ

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:০৬:৩৯ প্রিন্ট সংস্করণ

চাচাতো ভাইয়ের সঙ্গে ‘স্ত্রীর পরকীয়ায়’ বেকায়দায় আলতাফ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউপির বাবুরহাট এলাকার আলতাফ হোসেন (৫৫)। পরিবারের অভাব অনটন আর ভাগ্য বদলের আশায় ২৫ বছর আগে পাড়ি জমান প্রবাসে। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরে আসলেও বৈবাহিক জীবনে নেমে আসে কালো মেঘ। একই বাড়ির চাচাতো ভাইয়ের বিরুদ্ধে তার পরিবারের সুখ কেড়ে নেয়ার অভিযোগ করেছেন প্রবাসী আলতাফ হোসেনের।

আলতাফ হোসেন গনমাধ্যমকর্মীদের জানান, দীর্ঘদিন যাবৎ তিনি প্রবাসে থাকার সুযোগে একই বাড়ীর শাহআলমের ছেলে মোঃ রাসেল তার স্ত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো। এক পর্যায়ে সেই উত্ত্যক্ত পরকীয়ায় রূপ নেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব। আলতাফ বারবার তার শ্বশুর বাড়ির লোকজনদের এ বিষয়ে জানালেও এ নিয়ে কোনো লাভ হয়নি। এরই মধ্যে তাদের পরকীয়া সম্পর্ক আরও গভীর হতে থাকে। এক পর্যায়ে তার স্ত্রী প্রবাস ফেরত আলতাফকে চরম অবহেলা করতে শুরু করে । পরে বড় ভাই, ভাবি, স্বজন ও বাড়ীর লোকদের কাছ থেকে জানতে পারেন তার স্ত্রী একই বাড়ীর চাচাতো ভাই রাসেলের সাথে অনৈতিক সম্পর্ক রয়েছে।

ব্যাংকে স্ত্রীর একাউন্টে চার লক্ষ টাকা জমা ও ছেলের নামে ৪ লক্ষ টাকার ডিপোজিট আছে।

এরপর আলতাফ লোকলজ্জার ভয়ে কাউকে কিছু না বলে কিছু দিন থেকে ২০২৩ সালের জুন মাসে আবার বিদেশ চলে যান আলতাফ। ২ জানুয়ারি বাড়িতে আসেন তিনি। জানতে পারেন থেমে নেই তাদের পরকীয়া সম্পর্ক।

এদিকে চাচাতো ভাইয়ের সাথে পরকীয়ার কারণে কামরুন নাহার ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আলতাফ এ ঘটনার পর থেকেই তার স্ত্রীকে তালাক দেয়ার সিদ্ধান্ত নিলেও প্রবাসে থাকার কারণে সেটি সম্ভব হচ্ছে না।

এদিকে চাচাতো ভাইয়ের পরকীয়া সম্পর্ক নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। চলছে আলোচনা-সমালোচনার ঝড়। আলতাফের পরিবার সম্মানিত হওয়ায় তার স্ত্রীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানান, স্ত্রীর সাথে একই বাড়ির চাচাতো ভাই রাসেলের পরকীয়ার সম্পর্ক রয়েছে এটি আলতাফ শুনেছেন। রাসেলের পরিবারটি খারাফ প্রকৃতির হওয়ায় এ বিষয় নিয়ে কেউ কোনো কথা বা প্রতিবাদ করেনি।

ফিরোজ আলম, মিলন ও নুরনাহারসহ বাড়ীর কয়েকজন জানান, রাসেল ও আলতাফের স্ত্রীর বিরুদ্ধে বাড়ীর মুরুব্বিরা কয়েকদিন আগে শালিশ বৈঠক করেছিলেন। কিন্ত কোন সমাধান না হওয়ায় উল্টো আদালতে সৌদি প্রবাসী আলতাফসহ ৫ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দিয়ে খুব হয়রানি করছেন আলতাফের স্ত্রী কামরুন নাহার (৩৮)। 

এ বিষয়ে আলতাফের স্ত্রী কামরুন নাহার বলেন, আলতাফ হোসেন আমার বিরুদ্ধে মিথ্যা পরোকিয়ার অভিযোগ এনে গত ১১ মাস ধরে আমি সহ এসএসসি পরীক্ষার্থী এক ছেলে (১৫) ও ৫ম শ্রেণীতে পড়ুয়া এক মেয়ের (১২) ভরন পোষন বন্ধ করে দিয়েছে। মানুষিক নির্যাতন করছে সে। কয়েকদিন আগে তার বড় ভাই ও ভাতিজাকে হামলা চালিয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করে ছেলেকে হত্যার চেষ্টা চালায়। থানায় মামলা করতে গেলে সাবেক চেয়ারম্যানকে দিয়ে বাধার চেষ্টা করে। তাই বাধ্য হয়ে আলতাফসহ তার পরিবারের ৫ জন কে আসামি দিয়ে আদালতে মামলা করেছি। যা হবে আদালতেই সিদ্ধান্ত হবে।

আরও খবর

Sponsered content