প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২০ , ৬:০৮:০৬ প্রিন্ট সংস্করণ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার সকল ওয়ার্ডে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আ. হালিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মগরেব আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।