প্রতিনিধি ১১ জুলাই ২০২১ , ৭:৪১:০৭ প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে পাবনার চাটমোহর পৌরসভায় রোববার সকালে করোনাকালীন সময়ে কর্মহনি অসহায় হতদরিদ্র ও দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। পৌরসভার ১৫০টি পরিবার মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌরসভার মেয়র অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো। এসময় প্যানেল মেয়র এখলাছুর রহমান, উপজেলা সহকারী ইন্সট্রাক্টর কল্যাণ কুমার সরকার, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।