বাংলাদেশ

চা শ্রমিকরা স্বপ্ন দেখার সাহসও হারিয়ে ফেলেছেন: জিএম কাদের

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২২ , ৫:৩১:৪৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

চা-শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

সোমবার এক বিবৃতিতে আন্দোলনরত চা-শ্রমিকদের দাবির যৌক্তিকতা ও তা মেনে নিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে জিএম কাদের বলেন, যুগ যুগ ধরে চা-শ্রমিকেরা ন্যায্য অধিকার-বঞ্চিত। বিবেকহীন শোষণে ধ্বংস হচ্ছে চা-শ্রমিকদের স্বপ্ন। বর্তমান বাস্তবতায় শ্রমিকের দিনে মাত্র ১২০ টাকা মজুরি শুধু অমানবিক নয়, এটি শোষণের নিকৃষ্ট উদাহরণ।

তিনি বলেন, দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছে শ্রমিকরা। আসলে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এমন বাস্তবতায় দৈনিক ৩০০ টাকা মজুরিও যথেষ্ট নয়। শোষণের শিকার চা-শ্রমিকরা স্বপ্ন দেখার সাহসও হারিয়ে ফেলেছেন।

 

আরও খবর

Sponsered content

Powered by