
শিক্ষা খাতের উন্নয়নের লক্ষ্যে নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে আহলুস সুফফা ফাউন্ডেশন।
২০২৬ সালের এই কার্যক্রমের আওতায় চিলাহাটি এলাকার তিনটি মাদ্রাসায় কার্পেট বিতরণ করা হয়।এছাড়াও ২৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে তিন পিস খাতা, এক পিস কলম, এক পিস রুল ও একটি করে বিস্কিট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আহলুস সুফফা ফাউন্ডেশনের চার সদস্য বিশিষ্ট টিম উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ওলামায়ে কেরাম, সুধী সমাজের ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবী মো. মোকাদ্দেস হোসেনসহ অন্যান্যরা।
এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান আল আমিন হোসাইন সজিব জানান, আহলুস সুফফা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। তারই ধারাবাহিকতায় এই শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম। তিনি আরও বলেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও শিক্ষা খাতের উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।