খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে রিয়াল

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২০ , ১১:২০:৫৮ প্রিন্ট সংস্করণ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলে মঙ্গলবার শাখতার দোনেৎস্কের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটে। এই ম্যাচে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। আর হারলে ছিটকে যাওয়ার শঙ্কা জাগবে জিদানের দলের।
‘বি’ গ্রুপে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে রিয়াল। দুটিতে জয়, একটি ড্র ও একটি ম্যাচে হারতে হয়েছে সার্জিও রামোসের দলকে। চোট সমস্যায় জর্জিত লস ব্লাঙ্কোসরা পরিকল্পিত ফুটবল খেলে জয় নিয়ে ফিরতে চায় শাখতারের মাঠ থেকে।
অন্যদিকে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই শাখতার দেনেৎস্কের। প্রথম লেগে মাদ্রিদ থেকে জয় নিয়ে ফেরার অভিজ্ঞতা সাহস যোগাচ্ছে ইউক্রেনের দলটিকে।
এদিকে গ্রুপের শীর্ষে থাকা মনচেনগ্লাডবাকের পয়েন্ট ৪। চার ম্যাচের দুটিতে জয় ও দুটিতে ড্র করেছে জার্মানির দলটি। রাত দুইটায় তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। চার ম্যাচ খেলে দুটিতে ড্র ও দুটিতে হেরেছে ইতালিয়ান দলটি। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করা হবে সনি টেন-২তে।