শিশির মন্ডল ১৩ নভেম্বর ২০২৪ , ৩:৫৬:১৭ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ সিরাজদিখানেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরে বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট ও র্অথ জোগানদাত মোহাম্মদ মোক্তার হোসেনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ ছাত্র জনতা ও ভুত্তভোগী পরিবারের লোকজন।
ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ মানববন্ধন ও বিক্ষোভ করেন। পাশাপাশি চিত্রকোট গোয়ালখালী ভিন্নমতের কণ্ঠকে যারা দমাতে চায়, তাদের অবিলম্বে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে তারা।
মানববন্ধনে রিয়াজ মাহামুদ মান্না ও সিরাজদিখান ছাত্র সমন্বয়ক মোঃ রাতুল হাসান শান্ত বলেন, ভূমি দস্যু সংখ্যালঘুদের বাড়ি দখলদার,আওয়ামীলীগের দালাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরে বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট ও র্অথ জোগানদাত মোহাম্মদ মোক্তার হোসেনকেগেফতার করে শাস্তি না দিলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা।
আজ মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের গোয়ালখালী টোলপ্লাজা বাসস্ট্যান্ড হাজী মার্কেট সংলগ্ন রাস্তায় এ মানববন্ধ অনুষ্ঠিত হয়।চিত্রকোট ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্রাম হোসেনর সভাপতিত্বে ও রিয়াজ মাহামুদ মান্নার সঞ্চালনায় মানববন্দনে বক্তব্য রাখেন ছাত্র সমন্বয়ক মোঃ রাতুল হাসান শান্ত,ইয়ামিন আহম্মেদ,সৌরভ মাঝি,আবুল কাশেম,জুয়েল শেখ,মোঃ ফাহাদ খান,মঙ্গল বেপারী,বাবুল হোসেন,কালী দাস,নিলু মন্ডল,আব্দুল হালীম মিয়া প্রমুখ।