দেশজুড়ে

জমি দখলের অভিযোগে রায়পুরে যুবদল নেতাকে বহিস্কার

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৫ , ৬:৩৯:৩৫ প্রিন্ট সংস্করণ

জমি দখলের অভিযোগে রায়পুরে যুবদল নেতাকে বহিস্কার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সোহাগকে বহিস্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জেলা কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিস্কারের বিষয়টি আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নিশ্চিত করেছেন দলটির জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শামছুল আহসান মামুন।

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়। বহিস্কারের কারণ হিসেবে চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তাঁকে ইউনিয়ন পদের পাশাপাশি প্রাথমিক সদস্যপদ ও দল থেকে বহিস্কার করা হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে মহিউদ্দিন সোহাগ বিএনপি-যুবদলের উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে চরের জমি দখলসহ বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেন। ওই সময় তিনি নিজেও চরের জমি নিয়ে কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার তথ্য উল্লেখ করেন। তাঁর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার হলে দলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এর প্রেক্ষিতে রাতেই তাঁর বিরুদ্ধে দলীয় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। দলের নেতাকর্মীদের ধারণা ওই বক্তব্যের কারণেই তাঁকে বহিস্কার করা হয়েছে। রায়পুরে যুবদলের কোনো কমিটি না থাকায় জেলা কমিটিই এমন ব্যবস্থা নিয়েছে। 

মহিউদ্দিন সোহাগ বলেন, বিএনপির দোহাই দিয়ে উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশীর কয়েকজন নেতা চরাঞ্চলের খাস ও মালিকীয় জমি জবরদখলের অভিযোগ করায় আমাকে বহিস্কার করা হয়েছে। আমার বক্তব্য শতভাগ সঠিক। এগুলো দলীয় ফোরামে বাহিরে মিডিয়ায় এভাবে বলা ঠিক হয়নি। এজন্য দলের শাস্তিকেও মেনে নিয়েছি। পাশাপাশি অপরাধীদেরও বিচার চাই।’

লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শামছুল আহসান মামুন বলেন, ‘জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বহিস্কারের সিদ্ধান্তটি ইতিমধ্যে কার্যকর করেছেন। বহিস্কৃত সোহাগের ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না। তাঁর সাথে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।’

আরও খবর

Sponsered content