দেশজুড়ে

কলাপাড়ার খাদ্য সামগ্রী ও উপকরণ বিতরণ

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১২:৪২:০৪ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নভেল করোনা ভাইরাসের পরিস্থিতিতে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের মাঝে আজ হস্পতিবার দুপুর ১২টার সময় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে পিপিই, হ্যান্ডগেøাব, মাষ্ক, সানগøাস সেনিটাইজারসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়।

নিরাপত্তার নিশ্চিতের জন্য উপকরণ বিতরন করেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কলাপাড়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলিয়াস খান রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, সিপিপি সহকারী পরিচালক মো.আছাদ উজ্জামান খান উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে নভেল করোনা ভাইরাসের কারনে কর্মহীন শতাধিক মানুষের মাঝে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদ সদস্য ও কলাপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.ফিরোজ শিকদার কর্মহীন মানুষের হাতে এ সহয়তা তুলে দেন।

এ সময় পৌর শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাম বিশ্বাস ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা পরিষদ’র সদস্য মো.ফিরোজ শিকদার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পর্যাক্রমে কর্মহীন ও দুস্থ্যদের মাঝে জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সহয়তা  বিতরণ অব্যাহত থাকবে। করোনা ভাইরাস মোকাবেলায় তিনি সবাইকে  সামাজিক দুরত্ব বজায় রাখতে  ও ঘরে থাকার আনুরোধ জানান।

উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে মহামারী করোনা ভাইরাসে লকডাউন থাকায় দিন মজুর সহ খেটে খাওয়া মানুষ চরম দূভোর্গে পরায়  সরকারের উদ্যেগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুই শতাধীক খেটে খাওয়া মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক কে  ১০ কেজি হারে দুই মেট্রিকটন চাল বিতরণ করা হয়। মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন।

এ সময় ট্যাগ অফিসার জিহাদ হোসেন, ইউপি মেম্বর রফিকুল ইসলাম, কাইউম সিকদার, দেলোয়ার হোসেন বয়াতী, আইউব আলী সিকদার, রিপন মিঞা ,আইয়ুব হাওলাদার সহ স্থানীয় জনপ্রতিনিধি গন উপস্থিত ছিলেন। 
 

Powered by