দেশজুড়ে

কুমিল্লা মেডিকেলে করোনায় ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২০ , ১২:১৬:৩২ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে উপসর্গ নিয়ে তিন নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনজন, করোনা ওয়ার্ডে একজন এবং আইসিইউতে দুইজন করোনার উপসর্গ নিয়ে মারা যান।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ৬ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।
জানা গেছে, বর্তমানে করোনা পজিটিভ নিয়ে ৪২ ও উপসর্গ নিয়ে ৮৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আইসিইউতে করোনা পজিটিভ নিয়ে দুজন ও উপসর্গ থাকা ১৭ জন ভর্তি আছেন।
এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে কুমিল্লায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩১ জন। এনিয়ে
জেলায় এখন পর্যন্ত মোট ৫ হাজার ১০৮ জন করোনা আক্রান্ত হলেন। তাদের মধ্যে সুস্থ হয়েছে ৩ হাজার ৯৬ জন।
কুমিল্লায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ১৫১টি। এর মধ্যে পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ২৪ হাজার ১৪১টি।

আরও খবর

Sponsered content

Powered by