ময়মনসিংহ

জামালপুরে অবৈধ কিটনাশক তৈরির কারখানায় র‌্যাবের অভিযান আটক ১

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২০ , ৭:৩৪:৩৫ প্রিন্ট সংস্করণ

জামালপুর সদও প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি এলাকায় অবৈধ কিটনাশক তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে জামালপুর র‌্যাব-১৪। দেউলিয়া বাড়ি এলাকার আব্দুল গফুর মুন্সীর ছেলে আব্দুল খালেক তার নিজ বাড়িতে গোপনে বিভিন্ন নামিদামি কোম্পানীর মোড়কে অবৈধভাবে কিটনাশক তৈরি করে বাজারজাত করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এই অভিযানে ৮ টি মেশিন, কিটনাশক তৈরির কাচামাল, ৬টি ওজন মাপার মেশিন ও প্রায় ৮ লাখ টাকা সম মুল্যের মেয়াদ উত্তির্ণ কিটনাশক ওষুধ উদ্ধার করা হয়। জানা যায়, প্রায় তিন বছর যাবৎ গোপনে এসব কিটনাশক উৎপাদন করে জেলার মাদারগঞ্জ, সরিষাবাড়ি, মেলান্দহ, সদর সহ প্রায় সারা জেলায় সরবরাহ করে থাকেন। অবৈধ এসব কিটনাশক তৈরিতে সে বালি, চক পাউডার, ছাই, পাথরগুড়া, লবণসহ অন্যন্য উপকরণ ব্যবহার করে বলে জানা যায় । বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে এসব কিটনাশক বাজারজাত করে আসছিলো খালেক। এ কাজের সাথে জালিয়ার পাড়া, হাজিপুর বাজার, গৌরিপুরসহ আশপাশের কিছু অসাধু লোক জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে, বিষয় টি খতিয়ে দেখছে র‌্যাব। এ সময় অভিযান টিমের উপস্থিতি টের পেয়ে আব্দুল খালেক পালিয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহমুদা বেগম উদ্ধারকৃত এসব মালামাল জব্দ ও খালেকের ছোট ভাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। এসময় জামালপুর র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার এএমএম সবুজ, স্কোয়ার্ড কমান্ডার মোহাম্মদ আনোয়ার সহ র্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by