
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো. সুজন মোল্লার আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো. সুজন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট-২ আসনের ধানের
শীষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা সদস্য খান মনিরুল ইসলাম, তাতীদলের কেন্দ্রীয় কমিটি নেতা শরিফ মোস্তফাজ্জামান লিটু, জেলা কৃষকদলের আহবায়ক
সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক গোলাম রসুল তরফদার নেওয়াজ, ওলামা দলের সদস্যসচিব মাওলানা জাহিদুল ইসলাম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. সুমন পাইক, সদর উপজেলা যুবদলের আহবায়ব আবুল হাসান, জেলা ছাতদলের সাবেক সাংহঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ ও বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে তার অবদানের কথা স্মরণ করেন।
তারা বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি আজও দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য প্রাসঙ্গিক।
অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাদের ছেলে আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সকল
সদস্যের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়।