প্রতিনিধি ২২ মে ২০২০ , ৭:৪০:৪০ প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি : জীব বৈচিত্র্য ধ্বংস হলে মানুষের অস্থিত্ব বিলুপ্ত হবে প্রকৃতিতেই রয়েছে আমাদের সমাধান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস ২০২০ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অবুমক্ত করে বৃক্ষ রোপন করা হয়। শুক্রবার (২২ মে) সকাল ১১টায় বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গলের আয়োজনে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় বন্যপ্রানী অবমুক্ত করে ২টি বট বৃক্ষ রোপন করেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ–শ্রীমঙ্গল সার্কেল) মো. আশরাফুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়,শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার,মৌলভীবাজার বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব,শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের সহ–সভাপতি চৌধুরী ভাস্কর হোম, লাউয়াছড়া ইকো ট্যুর গাইড সাজু মারছিয়াং।
অবমুক্ত করা প্রাণীগুলোর মাঝে ছিল ১টি লজ্জাবতী বানর, ২টি অজগর সাপ, ১টি সবজুন ফনি মনসা সাপ,২টি সরালি হাস (পাখি)।