রাজশাহী

লালপুরে ঈশ্বরদী ইউনিয়নে বন্যা কবলিত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২১ , ৫:৫৭:১৬ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:

 

নাটোরের লালপুরে ২ নং ঈশ্বরদী ইউনিয়নে পদ্মা নদীর চরাঞ্চলে বন্যায় কবলিত ১৫০ পরিবারের মধ্যে ত্রাণের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় বুধবার (২৫ আগষ্ট) সকালে উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদে চরাঞ্চল এলাকায় বন্যা কবলিত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, ট্যাগ অফিসার একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, পরিষদের সদস্য তরিকুল ইসলাম প্রমূখ।

এসময় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় বলেন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজকের বাংলাদেশকে এক মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। দেশের সর্বস্তরের সাধারণ অসহায় মানুষের এই দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছেন। দেশের দুর্যোগ কবলিত মানুষের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তুলেছেন তিনি। বাংলাদেশে একটি মানুষ ও যেন না খেয়ে থাকে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছেন।দেশের উন্নয়নের অবকাঠামো অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

Powered by