চট্টগ্রাম

জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:০৯:২১ প্রিন্ট সংস্করণ

জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাইয়ের লক্ষ্যে জেলা প্রশাসন এবং বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রোববার (২ ফেব্রুয়ারি) পরিচালিত উক্ত মোবাইল কোর্টে আবির ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানটিকে বিএসটিআই হতে সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পন্য মোড়কজাত ও বাজারজাত করায় ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও হাসিনা বেকারিকে ২ হাজার টাকা এবং মিঠাই সুইটস এন্ড বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহীদ ইশরাকের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়। এসময় বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে অংশগ্রহণ করেন প্রেকৌশলী মোঃ মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং বুলবুল আহমেদ জয়।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (মেট্রালজি) পূজন কর্মকার। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে বিএসটিআই’র সূত্রে জানা যায়।

আরও খবর

Sponsered content