ময়মনসিংহ

শেরপুরে পোনামাছ অবমুক্তকরণ

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৭:২৫:২৪ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : নিরাপদ মাছে ভরবো দেশ মুজিববর্ষে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে ২০২০-২০২১ আর্থিক সালে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেরপুর কামারিয়া পরিডাঙ্গা বিল ও সদর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা দেবযানী ভৌমিক, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি ফারুক আল মাসুদ, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল­াহ আল মামুন, কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান ও হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমিসহ আরও অনেকে।

আরও খবর

Sponsered content

Powered by