চট্টগ্রাম

জোরারগঞ্জে দুই মাদক কারবারি ১৯৬ বোতল ফেন্সিডিল সহ আটক

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:১৭:২২ প্রিন্ট সংস্করণ

জোরারগঞ্জে দুই মাদক কারবারি ১৯৬ বোতল ফেন্সিডিল সহ আটক

চট্টগ্রাম নগরীতে মাদকবিরোধী অভিযানে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সাইফুল ইসলাম (৩৭) ও নাসির উদ্দিন (৩১) নামে দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়। নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

গ্রেফতার সাইফুল ইসলাম মিরসরাই জোরারগঞ্জ থানাধীন মাধ্যম আজমনগর এলাকার মৃত হাজী নুর সোবাহানের ছেলে এবং নাসির উদ্দিন চট্টগ্রাম একই থানাধীন উত্তর সোনাপাহাড় এলাকার জহির উদ্দিনের ছেলে।

র‌্যাব সূত্রে আরো জানায়, নগরীর চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকার পাঁকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চলাকালে সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে কারটি থামিয়ে কৌশলে দুইজন ব্যাক্তি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করে র‌্যাব সদস্যরা।

পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে প্রাইভেটকারের ড্রাইভারের সিটের নিচে বিশেষ কৌশলে রক্ষিত স্কচটেপ দ্বারা মোড়ানো ৮টি প্যাকেটের ভিতর হতে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিদের গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। 

স্থানীয়রা জানায় আটককৃদের মধ্যে মাদক কারবারি সাইফুল ইসলাম ২নং হিঙ্গুলি ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মোমিনুল ইসলামের ভাই ও নাসির উদ্দিন যুবদল নেতা মোজাম্মেল হোসেন চৌধুরী রানার ব্যক্তিগত ড্রাইভার। 

আরও খবর

Sponsered content