প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২২ , ৮:০০:১৯ প্রিন্ট সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালত চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ নুর ইসলাম বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি ও জেলা ও দায়রা জজ নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
এ সময় বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারি জজ সামিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, পিপি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, জিপি এ্যাড. মোমিন আহম্মেদ চৌধুরী, স্পেশাল পিপি এ্যাড. ফিরোজা চৌধুরী প্রমুখ।