ঢাকা

রূপগঞ্জে ভুল চিকিৎসায় ৭ বছরের শিশু মাইমনা মৃত

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২২ , ৭:৪৯:৩৭ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

রূপগঞ্জে ৭ বছরের শিশুকে গলায় অপারেশন আগে ইনজেকশন দেয়ার পর মারা গিয়েছে বলে জানা গেছে। শিশু মাইমনা (৭) আড়াই হাজার থানার হাইজাদি ইউনিয়নের নারান্দি এলাকার মামুনের মেয়ে। ২৯ নভেম্বর মঙ্গলবার রাতে রূপগঞ্জ পপুলার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেলে এ ঘটনা ঘটে। এসময় মাইমনার বাবা মায়ের কান্নায় শতশত মানুষের ভীড় জমে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে। এসময় স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালে চেয়ার টেবিল ভাংচুর করে।

এ ঘটনায় ডাঃ মেহমুদ বলেন এ রোগীর সব কিছু পরিক্ষা নিরীক্ষা করেই চিকিৎসা করেছি।

অপাররেশনের ডাঃ সাজ্জাদ সামাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক
বলেন এ ঘটনা খুবই দুঃখজনক। তবে এই জাতীয় রোগী অপারেশনের আগে পরে লাখে দুইজন এক জন মারা যাবার নজীর রয়েছে।

এ ঘটনায় নিহত শিশু মাইমনার বাবা মামুন বলেন আমার মেয়ের মত ডাক্তারের ভুল চিকিৎসায় যেন আর কোন মায়ের কোল খালি না হয়। আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই।

আরও খবর

Sponsered content

Powered by