রাজশাহী

জয়পুরহাটে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২১ , ৮:১২:৩৮ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের খঞ্জনপুরে গবেষণামূলক প্রতিষ্ঠান মাইনিং মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম) ইনষ্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরালের উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আফতাব আলী শেখ। বুধবার সন্ধ্যায় ইন্সষ্টিটিউটের বঙ্গবন্ধু কর্ণারে তিনি এ ম্যুরাল উদ্বোধন করেন। পরে তিনি সেখানে ‘অশোক’ জাতের একটি চারা গাছ রোপণ করেন। উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, বিজ্ঞানীরা এ দেশের জন্য কাজ করে যাচ্ছেন।

মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে শুধু স্বীকৃতি দেওয়া নয়, তাঁর অবদান স্বীকার করা, তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানো এবং তাঁর রক্তের ঋণ শোধ করার জন্য এই ইন্সষ্টিটিউটসহ বিসিএসআইআর এর বিভিন্ন গবেষণাগারে আমরা বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল নির্মাণ করেছি। যা উদ্বোধন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ইনষ্টিটিউিট অব মাইনিং মিনারেলজি এন্ড মেটালার্জি এর পরিচালক ড.মোহাম্মদ নাজিম জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রদীপ কুমার বিশ^াস প্রমুখ।

 

 

Powered by