রাজশাহী

৮ বছরের ছেলেকে হত্যা মামলায় বাবার মৃত্যুদণ্ড

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ৭:২৬:১৭ প্রিন্ট সংস্করণ

৮ বছরের ছেলেকে হত্যা মামলায় বাবার মৃত্যুদণ্ড

জয়পুরহাটে ৮ বছরের ছেলেকে হত্যা মামলায় বাবা নজরুল ইসলাম লিটনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম সদর উপজেলার রাজনগর আদর্শ গ্রামের নিজাম উদ্দীনের ছেলে। তিনি আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১১ নভেম্বর নজরুল নিজের ৮ বছর বয়সী সন্তান রানাকে কাজ করতে বললে সে অপারগতা জানায়। এ সময় লিটন ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করলে অসুস্থ হয়ে পড়ে। এরপর রানাকে স্থানীয়ভাবে চিকিৎসা করালে তার অবস্থার অবনতি হয়।

একই বছরের ১৩ নভেম্বর রানাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ায় পথে সে মারা যায়। এ ঘটনায় শিশুটির মা বুলি আরা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার এ রায় দেন।

আরও খবর

Sponsered content

Powered by