খুলনা

ঝিনাইদহে বিট পুলিশিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২০ , ৭:২৭:২২ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ পুলিশ লাইন্সে শনিবার সকালে বিট পুলিশিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম। “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগান কে সামনে নিয়ে পুলিশের সেবাকে জনগনের নিকট পৌঁছে দেওয়া, সেবা কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতিটি থানায় ইউনিয়ন ভিত্তিক বা মেট্রোপলিটন এলাকার ওয়ার্ড ভিত্তিক এক বা একাধিক ইউনিটে ভাগ করে পরিচালিত পুলিশ ব্যবস্থা কে বলা হয় ‘বিট পুলিশিং’। ঝিনাইদহ জেলায় ০৬ টি পৌরসভা ৬৭ টি ইউনিয়ন পরিষদ এলাকাকে মোট ৮৬ টি বিটে বিভক্ত করে ইতোমধ্যে কার্যক্রম চালু হয়েছে। প্রতিটি বিটে একজন এসআই বিট অফিসার একজন এএসআই সহকারি অফিসার এবং দুজন কনস্টেবল তাদের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবে। বিট অফিসার ও তার টিমের সদস্যগণ বিট এলাকায় বেশিরভাগ সময় অবস্থান করবে। এলাকার অপরাধ দমন আইনশৃঙ্খলা রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিট এলাকায় সংঘটিত অপরাধ বিশেষ করে খুন, ডাকাতি, ধর্ষণ, নারী নির্যাতন ইত্যাদি সংবাদ প্রাপ্তির সাথে সাথে অব্যাহত অফিসার ও তার টিমের সদস্যগণ দ্রæত ঘটনাস্থলে পৌঁছাবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। ইতোমধ্যে বিট পুলিশিং কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন ঝিনাইদহের সচেতন মহল।

আরও খবর

Sponsered content

Powered by