খুলনা

ঝিনাইদহে ২৮১ বোতল ফেনসিডিলসহ আটক ১

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৪ , ৪:০৮:২৭ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহে ২৮১ বোতল ফেনসিডিলসহ আটক ১

ঝিনাইদহের মহেশপুরে ২৮১ বোতল ফেনসিডিলসহ জিয়া হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১ আগস্ট) ভোররাতে উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জিয়া ওই গ্রামের মৃত আফছার বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ বলেন, মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সে সময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় জিয়া উদ্দিনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৮১ বোতল ফেনসিডিল। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা করে আসামিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content