বাংলাদেশ

ট্রেন বন্ধে দেশজুড়ে স্টেশনগুলোতে যাত্রী ভোগান্তি চরমে

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৫ , ৩:০৩:১৩ প্রিন্ট সংস্করণ

ট্রেন বন্ধে দেশজুড়ে স্টেশনগুলোতে যাত্রী ভোগান্তি চরমে
ছবি : সংগৃহীত

পূর্ব ঘোষণা অনুযায়ী, সারাদেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। ফলে বন্ধ রয়েছে সারাদেশের ট্রেন চলাচল। এতে কমলাপুরসহ সারাদেশের ট্রেন স্টেশনগুলো ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। স্টেশনে যাত্রী বিক্ষোভের পাশাপাশি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। যদিও রেলওয়ের পক্ষ থেকে টিকিটকাটা যাত্রীদের জন্য বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। তবে এটি ট্রেনযাত্রার মতো স্বস্তিদায়ক নয় বলে জানাচ্ছেন যাত্রীরা।

ট্রেন চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে অনেকেই ভোগান্তি সয়ে সড়কপথে গন্তব্যে ছুটছেন। এছাড়া ট্রেন চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। এতে করে আর্থিক ক্ষতির পাশাপাশি অলস সময় পার করছেন শ্রমিকরা।

মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রংপুরে রেলস্টেশনে যাত্রীদের এমন ভোগান্তি দেখা গেছে। স্টেশনগুলোতে অসংখ্য যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। তারা জানান, তারা কেউই ট্রেন চলাচল বন্ধের বিষয়ে জানতেন না। শীতের মধ্যে পরিবার নিয়ে কাউন্টারে এসে পড়েছেন ভোগান্তিতে।

সোমবার দিবাগত মধ্যরাত থেকে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যায়নি কোনো ট্রেন। এর মধ্যে যে সব যাত্রী কর্মবিরতির খবর না জেনে স্টেশনে এসেছেন তারা পড়েন দুর্ভোগে। নির্ঘুম রাত কাটিয়েছেন রেল স্টেশনেই। মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং পুরাতন স্টেশন থাকা যাত্রীরা এই দুর্ভোগের কথা জানিয়েছেন। 

রেলওয়ের তথ্যমতে, মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেসসহ একাধিক আন্তঃনগর ও লোকাল ট্রেন নির্ধারিত শিডিউল ছিলো। কিন্তু রানিং স্টাফদের কর্মবিরতির ফলে চট্টগ্রাম ছেড়ে যায়নি কোনো ট্রেন।

চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের কোনো যাত্রীকে খুব একটা দেখা যায়নি। হাতেগোনা কয়েকজন যাত্রী এসেছেন, যারা এই কর্মবিরতির খবর আগে থেকে জানতেন না।

স্টেশনে আসা জাকির হোসেন নিরব নামে এক যাত্রী জানান, তিনি আগে থেকে এই ধর্মঘটের খবর জানতেন না, ট্রেনে ঢাকা যাওয়ার জন্য রাতে স্টেশনে এসেছেন। ট্রেন চলাচল বন্ধ থাকায় মহাদুর্ভোগে পড়েছেন। স্টেশনেই নির্ঘুম রাত কাটিয়েছেন তিনি।

আরও খবর

Sponsered content