রংপুর

ঠাকুরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২১ , ৮:০৩:৩৭ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী ও সফল মৎস্য চাষিরে মাঝে সনদপত্র বিতরণ করা হয়। গতকাল রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মো. খালিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ভারপ্রাপ্ত সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা। এ সময় জেলার সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সনদপত্র প্রদান করা হয়।

পরে সদর উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এছাড়াও মৎস্য সপ্তাহ পালনে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।

আরও খবর

Sponsered content

Powered by