প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৪৮:০৫ প্রিন্ট সংস্করণ
পরিবহণ শ্রমিককে মারধরের ঠুনকো অজুহাতে পরিবহণ ধর্মঘট ডাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে নতুন চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় গাড়ী বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবহণ চালু না হলেও ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পরিবহন সংশ্লিষ্টরা অভিযোগ করেন, শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে ঈগল পরিবহনের এক চালককে দোহাজারীতে মারধর করা হয়। এর জের ধরে যানবাহন চলাচল বন্ধ রেখেছেন তারা।
পরিবহন সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের লোকজন পরিবহনখাতকে নিয়ন্ত্রণ করেছে। এখন তাদের পতনের পর অন্য গ্রুপগুলো এ সেক্টর নিয়ন্ত্রণ নিতে চায়। এখানে প্রচুর টাকা চাঁদাবাজি হয়। এ টাকার জন্যই মূলত বিরোধ থেকে ধর্মঘট পালিত হচ্ছে।
এদিকে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে কোনও বাস চট্টগ্রাম ছেড়ে যায়নি। পাশাপাশি কক্সবাজার থেকেও কোনো বাস চট্টগ্রাম আসেনি। নতুন ব্রিজ এলাকায় গাড়ির জন্য অনেক মানুষকে অপেক্ষায় থাকতে দেখা গেছে। তবে সংশ্লিষ্টদের সাথে কথা বলে গাড়ী চলাচল স্বাভাবিক করতে সেনাবাহিনী কাজ করছে বলে জানা গেছে।