ক্রিকেট

আইপিএলের বাকি ম্যাচ আমিরাতে

  প্রতিনিধি ২৪ মে ২০২১ , ৩:৪৭:২২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

করোনার প্রকোপে মাঝপথেই স্থগিত করতে হয়েছে ১৪তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন। টুর্নামেন্টের মাঝপথে বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছিলেন। তাই বাধ্য হয়ে স্থগিত হয়েছিল এই আয়োজন। তবে স্থগিত হওয়া আইপিএল আয়োজনে তোড়জোড় শুরু করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াতে পারে আইপিএলের স্থগিত হওয়া আসরটি। তবে এখনো বিসিসিআই আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমনটাই জানিয়েছে।

২৯ মে অনুষ্ঠিত হবে বিসিসিআইয়ের স্পেশাল জেনারেল মিটিং (এসজিএম)। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সময়সীমা কমানো নিয়েও আলোচনা হবে।

জানা যায়, বিসিসিআইকে ২৪ দিনে ২৭ ম্যাচ আয়োজন করতে হবে। এই উইন্ডোতে ৪ দিন বিরতি থাকবে। ফলে আটটি ম্যাচে ডাবল হেডার থাকবে। এর মধ্যে অনুষ্ঠিত হবে ১৬টি ম্যাচ। অন্যদিকে, বাকি ১৯ দিনে ১১ ম্যাচ আয়োজন করতে হবে বিসিসিআইকে।

Powered by