রাজশাহী

বড়াইগ্রামে ঈদ উপলক্ষে খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা বিতরণ

  প্রতিনিধি ২২ জুন ২০২৩ , ৭:৪২:৫৫ প্রিন্ট সংস্করণ


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:


নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার উদ্যোগে ঈদ-উল-আযহা উপলক্ষে পৌর এলাকার ২৮ টি ঈদগাহ সজ্জিত করণের জন্য অনুদান এবং বিভিন্ন মসজিদে দায়িত্বরত খতিব, ইমামসহ ১১২ জন মুয়াজ্জিনের মাঝে সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেন সংশ্লিষ্টদের হাতে মোট দুই লাখ ৪৭ হাজার টাকা তুলে দেন।
পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, বনপাড়া পৌর ইমাম কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসাইন ও সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মান্নান, মাওলানা আব্দুল মান্নান তিরাইলী প্রমূখ।
মেয়র কেএম জাকির হোসেন বলেন, আমরা সবার সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করতে চাই। বিভিন্ন মসজিদে কর্মরত খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা খুবই কম। তাই তারা যেন সঠিকভাবে ঈদের আনন্দ করতে পারেন সেজন্য পৌরসভার পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও সম্মানী ভাতা দিয়েছি।

আরও খবর

Sponsered content

Powered by