দেশজুড়ে

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে উচ্ছেদ অভিযান 

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৫ , ৭:২৯:১৮ প্রিন্ট সংস্করণ

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে উচ্ছেদ অভিযান

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া, গাজীপুর-মদনপুর সড়কের দুই পাশের ভাসমান ও অবৈধ দোকানপাট রূপগঞ্জ উপজেলার প্রশাসনের উদ্যোগে ৬মার্চ বৃহস্পতিবার উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম, পূর্বাচল অঞ্চলের সহকারী কমিশনার উবায়দুল রহমান সাহেল, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) সালাহউদ্দিনসহ বিপুল সংখ্যক পুলিশ, আনসার অংশ নেয়।  

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের ভুলতা, গোলাকান্দাইল এলাকার সড়কের দুই পাশ বেদখল হয়ে আসছে। সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা ভাসমান দোকান বসিয়ে ব্যবসা করে। সুযোগ পেয়ে অসাধু একটি চক্র সুবিধা নিয়ে তাদের দোকান বসাতে সহায়তা করে। উচ্ছেদের পর আবারো তারা ফুটপাত দখলে নেয়। 

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলে, আসন্ন ঈদে মহাসড়ক যানজট মুক্ত করতেই এ অভিযান চালানো হয়েছে। ফুটপাত ও মহাসড়ক দখলদারদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content