দেশজুড়ে

রামপালে ডিবি পরিচয়ে দিনে দুপুরে ইজিবাইক ছিনতাই

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২৪ , ২:১৩:২৪ প্রিন্ট সংস্করণ

রামপালে ডিবি পরিচয়ে দিনে দুপুরে ইজিবাইক ছিনতাই

বাগেরহাটের রামপালে দিনদুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে ইজিবাইক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।রবিবার সকাল ১১ টার দিকে খুলনা মংলা মহাসড়কের ভট্ট বালিয়াঘাটা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ইজি বাইক চালক রামপালের উজলকুড় গ্রামের মৃত ইমান আলীর পুত্র মো. ইকবাল (৪০)। ছিনতাইয়ের শিকার মো. ইকবাল জানান , কাটাখালি থেকে যাত্রীবেশে ছিনতাইকারী চক্রের এক সদস্য সোনাতুনিয়া যাবার কথা বলে তার ইজিবাইকে ওঠে।

পথিমধ্যে ভট্ট বালিয়াঘাটা ব্রিজের কাছাকাছি পৌঁছালে রাস্তার পাশে থামানো একটি প্রাইভেট কার থেকে ৩-৪ জন তার গতিরোধ করে। ইজিবাইক বাইকে থাকা যাত্রী ইয়াবা ব্যবসায়ী বলে তাকে প্রাইভেট কারে তোলে। একই সাথে ইজিবাইক চালক ইয়াবা ব্যবসার সাথে জড়িত এমন অভিযোগে তাকেও গাড়িতে তুলে নেয়।

ছিনতাইকারী চক্রের এক সদস্য এ সময় ইজিবাইকটি থানায় নিয়ে যাবার কথা বলে চম্পট দেয় । পরে ইজিবাইক চালক ইকবাল কে মারধর করে উপজেলার বেলাই ব্রিজ এলাকাতে নামিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও খবর

Sponsered content

Powered by