
খন্দকার নজরুল ইসলাম: ঢাকা-৫ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী ৬৭নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্যাপক গণসংযোগ করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চীফ নির্বাচনী এজেন্ট, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি, বিএনপি ওয়ার্ড সভাপতি জয়নাল সাহেব, সাধারণ সম্পাদক দুলাল মেম্বার, বিএনপি নেতা জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুকরসি, দারুন্নাজাত এলাকাসহ ৬৭নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন প্রার্থী নবী উল্লাহ নবী। এসময় স্থানীয় জনগণ জলাবদ্ধতা, গ্যাস সংকট, বিশুদ্ধ পানির অভাব, বেকারত্ব ও রাস্তার বেহাল দশাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
নবী উল্লাহ নবী ভোটারদের আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন এবং একটি বাসযোগ্য, পরিকল্পিত ও উন্নত ঢাকা-৫ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন। গণসংযোগকালে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।