প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২১ , ৬:০৭:৫৯ প্রিন্ট সংস্করণ
কৃষি বাঁচাও-কৃষক বাঁচাও ও দেশ বাঁচাও স্লোগান নিয়ে লাভজনক দাম ও দিনাজপুরে টমেটোর হিমাগার নির্মাণের দাবিতে বাংলাদেশ কৃষক সমিতির ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনের নেতাকর্মী ও সর্মথকরা। সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর শাখার সম্পাদক দয়ারাম রায়, অধ্যাপক আব্দুল বারী, সংগঠক সিপিবি অ্যাড. রেজাউল ইসলাম রাজু, দূর্জধন রায়, হারুন অর রশীদ হিমেল, অঞ্জনী রানী রায় প্রমুখ।