দেশজুড়ে

হরিণ ও শূকরের ৪০ কেজি মাংসসহ এক শিকারি আটক

  প্রতিনিধি ২ এপ্রিল ২০২৪ , ৮:৩৯:১৭ প্রিন্ট সংস্করণ

হরিণ ও শূকরের ৪০ কেজি মাংসসহ এক শিকারি আটক

পূর্ব সুন্দরবন থেকে ইয়াসিন হাওলাদার নামে এক হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। তার কাছ থেকে ২০ কেজি হরিণ ও ২০ কেজি শূকরের মাংস উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ নাইলনের দড়ির ফাঁদ ও হরিণ শিকারের অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার রাতে শরণখোলা রেঞ্জের চরখালী এলাকার বন থেকে ওই শিকারিকে আটকের পর মঙ্গলবার (২এপ্রিল) সন্ধ্যায় রেঞ্জ অফিসে আনা হয়। শিকারি দলের আরো চার সদস্য পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি বনরক্ষীরা।

শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, পাথরঘাটার চরদুয়ানি এলাকার একটি চোরা শিকারি দল চরখালীর গহিন বনে হরিণ শিকালে লিপ্ত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা জানতে পেরে অভিযান চালিয়ে চরদুয়ানি এলাকার আলম হাওলাদারের ছেলে ইয়াসিনকে আটক করেন।

এসিএফ জানান, বনরক্ষীদের টের পেয়ে শিকারি দলের আরো চার সদস্য পালিয়ে যায়। তাদের নাম ঠিকানা পাওয়া গেছে। আটক শিকারির নৌকা তল্লাশি করে ২০ কেজি হরিণ ও ২০ কেজি শূকরের মাংস এবং এক বস্তা ফাঁদ পাওয়া। শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক শিকারিদের আটকের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content

Powered by